সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

সুরধ্বনী সাংস্কৃতিক শিক্ষালয়

সুরধ্বনী সাংস্কৃতিক শিক্ষালয় একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান৷ এখানকার শিক্ষার্থীগন আদর্শ শিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্টা লাভ করেন৷ এখানে সঙ্গীত, নৃত্যকলা, আর্ট, বকি্্রং, সাঁতার এ বিষয়গুলোতে বিশেষ শিক্ষা লাভ করেন৷ নিয়মিত সঙ্গীত চর্চা সংগঠনটির একটি চলমান কার্যক্রম৷ 

ভবিষ্যতে এটিকে একটি পূর্নাঙ্গ সঙ্গীত বিশ্ববিদ্যালয় এ রূপান্তরিত করা হবে৷ এখান থেকেই তৈরি হবে আনর্্তজাতিক মানের সঙ্গীত প্রতিভা৷ এখানে আবাসিক ও অনাবাসি ব্যাবস্থা থাকবে৷ শিক্ষকদের থাকার জন্যে কলোনী স্থাপন করা হবে৷ খামারবাড়ীর আদলে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই বেশিরভাগ সুযোগ সুবিধা তৈরি করা হবে৷ .......................


যোগাযোগঃ
আধ্যক্ষ আবুল কালাম আজাদ
পাথরাইল বাজার
টাঙ্গাইল৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...