বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

সেই সূর্য সন্তান

সেই সূর্য সন্তান

পশ্চিমা প্রভুদের কিছু সংখ্যক পা চাটা কুকুর
উচ্ছিষ্ট খাচ্ছে বাংলার ড্রেন হতে
শাবল চালাচ্ছে বাংলা মায়ের হৃদপিন্ডে
রোগ-শোক মহামারী অনাহার দুর্ভিক্ষের গ্রাস আকাশ প্রমান
গ্রামের পর গ্রাম উচ্ছন্নে যাচ্ছে
দেখবার কেউ নেই
ওরা চায় মাটি মানুষ নয়
সে বিরান ভুমিই হোক আর পোড়া মাটিই হোক
এ দেশের মানুষ শেয়াল কুকুর
এর চোখে রক্ত উঠে মরুক
তাতে প্রভূদের কিছু যায় আসে না
ওদের রাজত্ব থাকলেই হোল
এ কল্পচিত্র চির দুঃখি বাংলা মায়ের
আগে ছিল ১ এখন শূন্যে ১০
আর এখন ১০ শুন্যে ১০০
নিরবেই চলছিল শোষন নির্যাতন
পড়ে পড়ে মার খাচ্ছিল বাংলার মানুষ
প্রভূ আর পদলেহী কুকুরা উল্লাস করে বেড়াচ্ছিল
বুকের উপর বুটের লাথি নির্মম যন্ত্রনা
বাতাশে ছড়ায় বুলেটের গন্ধ
নেই কান্নার কথা ভূলেই গেছে হতভাগারা
হটাত্‍ এক বজ্রকন্ঠ বেসে এলো
মিটিং মিছিল চলে
শব্দ পৌছে যায় বঙ্গ আসাম
শোষক বন্ধ করা শোষন
দন্ত নখর হুঙ্কার যতই ভয়ংকর হয় তুমি
আমি তোমায় পরোয়া করি না
শামছূল হক আনবিক বোমা ছুড়েছে
মিছিল প্রতিবাদ হরতাল
হায়েনাদের বুলেট বোমা থোরাই কেয়ার করে
ওরা এদেশের সন্তান নেতৃত্বে শামছুল হক
ভালবাসার হাওয়াই পুষ্প বৃষ্টি হয়
১৫০ মগলটুলি আর টাঙ্গাইলে
রাবনের মৃতু্যবান ছুড়েছে কৃষক সন্তান শামছুল হক
ভীবিশন মওলানা ভাসানী রামচন্দ্রের ভূমিকায়
সূর্য সন্তান শামছুল হক কৃষক শ্রমিক জনতার আর্শিবাদ
ও ভয় করে না বুলেট বোমা চৌদ্দ শিকের জিন্দাল খানা
পশ্চিমারা আমার মায়ের ভাষা কেড়ে নিতে চায়
ভার্সিটি হতে মিটিং বসে
মেডিকেল হতে জঙ্গি
জান দেবে ভাষা দেবে না
রফিক শফিক জব্বারকে বুলেট বিদ্ধ করল
নির্মম নিষ্ঠুর আঘাতে স্তব্ধ হলো শহর
জেলে নিক্ষেপ করল সূর্য সন্তান শামছুল হককে
চলল ত্রিমুখী ষড়যন্ত্র
চলল নির্যাতন নিপীড়ন উত্তম শক্তি মস্তিঙ্ক হরণ
ছেড়ে দিল পথে
হায় কোথায় শামছুল হক
হায় কোথায় সেই সূর্য সন্তান
সবশেষ
অন্তর্ধ্যান বিয়ালি্লশ বছর পর
ঠিকানা মিলল
জোগার চর কাদিম হামজানি গোরস্থানে
শুয়ে আছে চির নিদ্রায়
বাংলায় উঠল হাহাকার
শামছুল হক আর নেই
ওরে বাংলার মানুষ শুনে যাও
সূর্য সন্তান আর নেই
শত সহস্র পুচ্ছ বিস্তার করি
যে ধুমকেতু উদিত হয়েছিল বাংলারা আকাশে
আজ সে নেই ! ওহ: কী ব্যথা ! কী যন্ত্রনা !

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...