ফেরিওয়ালা ও সুন্দরী
মোঃ নূর“ল ইসলাম মাষ্টার
ফেরিওয়ালা ফেরিওয়ালা
হাঁকে কান ঝালা পালা
আর কি কোন মহলা নাই
নিত্য তোমায় দেখতে পাই
বিকিকিনি বড়ই মন্দা
এথায় এলে পাই আনন্দ
তোমার মত রূপসী
দেখতে পেলে হই খুশি
তুমি নও ফেরিওয়ালা
ছদ্য বেশি রসওয়ালা
রস বেচ বাসায় বাসায়
রূপসীদের দেখার আশায়
কথাটা মিথ্যে নয়
একশ ভাগ সত্য হয়
তোমার মত রানী পেলে
নিত্য এতাম এই মহলে
ওরে আমার ফেরিওয়ালা
আর করিস না ঝালাপালা
শিঘ্র করি ওথায় পালা
নইলে আমি করব নালিশ
বাইন্ধা নেবে দারোগা পুলিশ
পুলিশ ডাকার দরকার নাই
নিত্য যেন দেখতে পাই
এই কথাটা তোমায় চাই
এখন আমি পালাই পালাই।