বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

ছড়া - ২

বড়া নিয়ে ছড়া লিখি
কড়া কড়া হয় দেখি
যত বলি করি সোজা
ঘুচে যায় সকল মজা
ভাষা জ্ঞান ছন্দ তাল
সবই হয় গোলমাল
কি দিয়ে কি করি
এই নিয়ে ভেবে মরি৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...