বড়া নিয়ে ছড়া লিখি
কড়া কড়া হয় দেখি
যত বলি করি সোজা
ঘুচে যায় সকল মজা
ভাষা জ্ঞান ছন্দ তাল
সবই হয় গোলমাল
কি দিয়ে কি করি
এই নিয়ে ভেবে মরি৷
কড়া কড়া হয় দেখি
যত বলি করি সোজা
ঘুচে যায় সকল মজা
ভাষা জ্ঞান ছন্দ তাল
সবই হয় গোলমাল
কি দিয়ে কি করি
এই নিয়ে ভেবে মরি৷