বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

হায় হায়

কি করি হায় হায়
তার উপর পানির টান
যায় যায় করে প্রান
আকাশেতে মেঘ নাই
খড়ায় পুড়ে দেশ ছাই
তারপর খাদ্য ঘাটতি
দিন দিন লোক বাড়তি
রাজনীতির হাল চাল
আরো যেন বেসামাল
কখন জানি কি হয়
মনে যেন তাই কয়
বার ভূতের ঘর
খোদায় রৰা কর৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...