কি সুতীব্র চিত্কার
কান পাতলেই শোনা যায়
ওরা দূরত্ব কে জয় করেছে
শব্দ তরঙ্গ দেশ হতে দেশানত্মরে
আমেরিকার হে শহর হতে সর্বত্র
সব শেয়ালের এক রা
ওরা ভিৰে চায়না পাওনা চায়
ওরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ ৷
ওদের শ্রমের মুজুরী দিয়ে দাও
নইলে চাকা ঘুরবে না
কল কারখানা শহর বন্দর
সব উদাম পড়ে থাকবে
না না ওমন করলে কি পৃথিবী চলে
আদম এবং ইভ স্বর্গ গতে বিদায় নিল
শুধু শ্রমের জন্য
ওদের বংশধর আট শত কোটি
এবার ওরা নিজেদের রাজত্ব কায়েম করবে
শেস্নাগান হবে- দুনিয়ার মজদুর এক হও ৷
কান পাতলেই শোনা যায়
ওরা দূরত্ব কে জয় করেছে
শব্দ তরঙ্গ দেশ হতে দেশানত্মরে
আমেরিকার হে শহর হতে সর্বত্র
সব শেয়ালের এক রা
ওরা ভিৰে চায়না পাওনা চায়
ওরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ ৷
ওদের শ্রমের মুজুরী দিয়ে দাও
নইলে চাকা ঘুরবে না
কল কারখানা শহর বন্দর
সব উদাম পড়ে থাকবে
না না ওমন করলে কি পৃথিবী চলে
আদম এবং ইভ স্বর্গ গতে বিদায় নিল
শুধু শ্রমের জন্য
ওদের বংশধর আট শত কোটি
এবার ওরা নিজেদের রাজত্ব কায়েম করবে
শেস্নাগান হবে- দুনিয়ার মজদুর এক হও ৷