ফুলে ভরা সুন্দর বেশ
আমার বাংলাদেশ ৷
দিনের সুরম্নজ রাতের চাঁদ
গাঁয়ে ফেলেছে রূপের ফাঁদ
মাঠে মাঠে সবুজের আবাদ
জাগায় পুলক নেইকো ক্লেশ
আমার বাংলাদেশ ৷
বাতাসে পাই ফুলের গন্ধ
ঢেউ খেলে যায় মৃদু মন্দ
চারদিকে শুধুই আনন্দ
হৃদয়ে শিহরণ লাগছে বেশ
আমার বাংলাদেশ ৷
তরম্নলতা সাগর নদী
ভাটি বহে নিরবধী
স্বর্গ এদেশ হতো যদি
মিষ্টি মধুর সন্দেশ
আমার বাংলাদেশ ৷
তুমি আমার ছোটখুকি
খেলা করি লুকালুকি
আদর করি নিয়ে বুকি
এই আমার উদ্দ্যেশ
আমার বাংলাদেশ ৷
তোমায় আমি ভালবাসি
চুমু দিব রাশি রাশি
গান শুনাব দুখ নাশি
হয়না যেন রূপের শেষ
এই আমার বাংলাদেশ ৷
আমার বাংলাদেশ ৷
দিনের সুরম্নজ রাতের চাঁদ
গাঁয়ে ফেলেছে রূপের ফাঁদ
মাঠে মাঠে সবুজের আবাদ
জাগায় পুলক নেইকো ক্লেশ
আমার বাংলাদেশ ৷
বাতাসে পাই ফুলের গন্ধ
ঢেউ খেলে যায় মৃদু মন্দ
চারদিকে শুধুই আনন্দ
হৃদয়ে শিহরণ লাগছে বেশ
আমার বাংলাদেশ ৷
তরম্নলতা সাগর নদী
ভাটি বহে নিরবধী
স্বর্গ এদেশ হতো যদি
মিষ্টি মধুর সন্দেশ
আমার বাংলাদেশ ৷
তুমি আমার ছোটখুকি
খেলা করি লুকালুকি
আদর করি নিয়ে বুকি
এই আমার উদ্দ্যেশ
আমার বাংলাদেশ ৷
তোমায় আমি ভালবাসি
চুমু দিব রাশি রাশি
গান শুনাব দুখ নাশি
হয়না যেন রূপের শেষ
এই আমার বাংলাদেশ ৷