মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

বিরহিনী

আজকে আমার হুদয় বীনায়
সুর তুলিল কে
আপন করে দেখব তারে
তারে এনে দে৷
ওরে কালা করি মানা
আর বীনা বাজাইও না
নিরোল প্রেমে ঠেউ দিও না ৷
ভুলে ছিলাম ছিলাম ভাল
মিলিয়ে ছিল নিকষ কাল
আবার কোন নিঠুর জ্বাল
মধুর ঝংকারে
হৃদয় ভরে দেখব তারে
একবার এনে দে ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...