মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

শাপমোচন

 ওগো বন্ধু একটি কথা শোন
ভয় নয় কোন
এ বাংলাদেশকে শাপমুক্ত কর
সবার আগে এ কাজটি উর্ধে তুলিয়া ধর ৷

সন্ত্রাস অবাধ মূর্তি করিয়া ধারন
করছে বিচরন
রম্নধিবারে নাই কেহ
সবাই জিন্মি নিশ্চল প্রানহীন দেহ ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...