মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

ফল্গুধারা


(বন্ধু কবি গিয়াস আহম্মদ স্বরনে )

মরম্নমাঝে সিক্ত হাওয়া করে বরিষন
বিরাম বাগে আশার গোলাপ জাগায় শিহরন
আঁধার কুন্জে সুপ্ত বাসি বন মলিস্নকা
কার পরশে হাসল ফুটি কুসুম কলিকা
সেতো আমার আশাস স্বপন শুষ্ক দেহে প্রান
পাষান পাহাড় ঝরনা ধারা বহায় অর্নিবান
আমি তারই পিয়াসু চাহি অননত্ম অপার
ধন্য মনি সুবাস দানি বিশ্ব সবাকার
আশার স্বপন করি বপন স্বর্ন কমল তরে
পূর্ন কর ভান্ড আমার পুজি নমস্কারে
খুলে গেল রম্নদ্ব দুয়ার প্রেম পরশন
ফাগুন বনে আগুন ছড়ায় দখিন সমীরন ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...