মানুষের উপরে আল্লাহ
কিছুই সৃষ্টি করে নাই।
মানুষ ছাড়া যত সৃষ্টি
মানুষের অধীন সবাই।
আল্লাহ্র যত কালাম আছে
তাও দিছে মানুষের কাছে
আল্লাহর কাছ মানুষে করছে
উছিলাতে তেখতে পাই।
এই মানুষে গেছেরে যেথায়
অন্য কিছু যায় নাই সেথায়
মানুষের কলবেতে আল্লাহ্
তোমার সন্ধান পাই।
মানুষ হয় মানুষের রাজা
মানুষকে দেয় মানুষ সাজা
মানুষ মরা মানুষ তাজা
মানুষ দেয় মানুষকে ঠাঁই।
পাপ করলে মানুষের ধারে
আল্লাহ্ মাফ দিবে না তারে
মানুষ যদি মাফ না করে
আল্লাহ্ কেন পারে তাই।
এই ভবেতে আছে যাহা
এই মানুষে আছে তাহা
মানুষ একটা বেশি পাইছে
হাসান কয় তা বাইরে নাই।
কিছুই সৃষ্টি করে নাই।
মানুষ ছাড়া যত সৃষ্টি
মানুষের অধীন সবাই।
আল্লাহ্র যত কালাম আছে
তাও দিছে মানুষের কাছে
আল্লাহর কাছ মানুষে করছে
উছিলাতে তেখতে পাই।
এই মানুষে গেছেরে যেথায়
অন্য কিছু যায় নাই সেথায়
মানুষের কলবেতে আল্লাহ্
তোমার সন্ধান পাই।
মানুষ হয় মানুষের রাজা
মানুষকে দেয় মানুষ সাজা
মানুষ মরা মানুষ তাজা
মানুষ দেয় মানুষকে ঠাঁই।
পাপ করলে মানুষের ধারে
আল্লাহ্ মাফ দিবে না তারে
মানুষ যদি মাফ না করে
আল্লাহ্ কেন পারে তাই।
এই ভবেতে আছে যাহা
এই মানুষে আছে তাহা
মানুষ একটা বেশি পাইছে
হাসান কয় তা বাইরে নাই।