মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

ভাষার তুলনা

বাংলা ভাষার তুলনা কি আছে
মিলিয়ে দেখি ভিন্ন ভাষার কাছে
ভাবের কথা মনের জ্বালা
এই ভাষাতে খোলে তালা
এই ভাষাতে গানের তালে
প্রাণ যে আমার নাচে।।
যে কথাটি প্রথম শিখি
সেটি হল মা
অন্য ভাষায় হাজার ডাকলে
প্রান যে জুড়ায় না,
নিত্য শুনি শত গান
তাতে সাড়া দেয়না যে প্রাণ
যখন শুনি বাংলা সুর
প্রাণ ঢালে মিষ্টি মধুর
হারিয়ে যাই তেপান্তরে
কোন্ অজানার কাছে।।

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...