বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

ঘাস

ঘাস কাটা কাচি আর গাছ কাটা দা
দুটোই আমার হাতে
ঘাস গরম্নকে খাওয়াবো আর গাছ কেটে
ঘর বানাব
ঘুরছি তো ঘুরছি - ঘাস ও গাছ পাচ্ছি না
তা হলে ঐ ধান ৰেত ঘাসি জমি ছিল
উদাম টান জমি শাল গজারির বন ছিল
আমাকে ঘাসি জমি ফিরিয়ে দাও
টান জমি ফিরিয়ে দাও
আমি গাভীকে খাওয়ার - দুধ খাব
গাছ দিয়ে ঘর বানাব
বিল্ডিং - চাইনা ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...