গেদায় বউ
কানছে বসে
কালো বালিশ নিয়ে
সে যে গেছে
মাছ ধরতে
হাতির মাধা দিয়ে
ফিরে এলো
সাত দিন পর
একটা টেংরা ধরে
খালি ঘর
বউ গেছে বাপের ঘর
গোদা দিল হাক
বজ্র মেঘা ডাক
বিজলী দাও খিচানী
চোখে লাগল তাক ।
এত ফুট ফাট কই গেল কই
তবে একেবারে মরেনি আছে আজও
তাই মাথা উচু করে অমনি ধরে
বিপ্লবীরা মরেনা
কিন্তু ওরা আসল বিপ্লবী না
বিপ্লবীর নামে প্রতি বিপ্লবী
ওরা মরে ওমর হতে চায়
সে আশায় গুড়ে বালি
কানছে বসে
কালো বালিশ নিয়ে
সে যে গেছে
মাছ ধরতে
হাতির মাধা দিয়ে
ফিরে এলো
সাত দিন পর
একটা টেংরা ধরে
খালি ঘর
বউ গেছে বাপের ঘর
গোদা দিল হাক
বজ্র মেঘা ডাক
বিজলী দাও খিচানী
চোখে লাগল তাক ।
এত ফুট ফাট কই গেল কই
তবে একেবারে মরেনি আছে আজও
তাই মাথা উচু করে অমনি ধরে
বিপ্লবীরা মরেনা
কিন্তু ওরা আসল বিপ্লবী না
বিপ্লবীর নামে প্রতি বিপ্লবী
ওরা মরে ওমর হতে চায়
সে আশায় গুড়ে বালি