ওদের আমি ভয় পাইনা
ওরা কাগুজে বাঘ দন্ত নখর বিহীন দুর্বল হায়েনা
জানি ওদের দৌড় মসজিদ পর্যন্ত
ঐ তো দেখলাম বিপ্লবীদের কাফের আখ্যা দিতে
মেরে ধরে শেষ করে চাম তুলে লবন
দিয়ে রাস্তায় গাছে উল্টা করে
ঝুলিয়ে রেখে বিভৎস্য কান্ডই না ঘটাল
কিন্তু কই -- গেল কোথায় ?
ফাসির মঞ্চে।
চেলারা চল্ বল্ করতে থাকুক
বকে ঠোকর দিয়ে গিলে খাবে
ওরা কানামাছি চার হাতড়িয়ে ফিরছে
একসময় লাল দালানে ঢুকলেই কেল্লা ফতে।
ভয়ের কিছু নেই সময় ছিল এখন নেই
জেগেছে সাবধানীরা আর নয়
ইট দিয়ে ইট ভাঙ্গবে এবং
ভাঙ্গা আরম্ভ হয়েছে ।
এত ফুট ফাট কই গেল কই
তবে একেবারে মরেনি আছে আজও
তাই মাথা উচু করে অমনি ধরে
বিপ্লবীরা মরেনা
কিন্তু ওরা আসল বিপ্লবী না
বিপ্লবীর নামে প্রতি বিপ্লবী
ওরা মরে ওমর হতে চায়
সে আশায় গুড়ে বালি
ওরা কাগুজে বাঘ দন্ত নখর বিহীন দুর্বল হায়েনা
জানি ওদের দৌড় মসজিদ পর্যন্ত
ঐ তো দেখলাম বিপ্লবীদের কাফের আখ্যা দিতে
মেরে ধরে শেষ করে চাম তুলে লবন
দিয়ে রাস্তায় গাছে উল্টা করে
ঝুলিয়ে রেখে বিভৎস্য কান্ডই না ঘটাল
কিন্তু কই -- গেল কোথায় ?
ফাসির মঞ্চে।
চেলারা চল্ বল্ করতে থাকুক
বকে ঠোকর দিয়ে গিলে খাবে
ওরা কানামাছি চার হাতড়িয়ে ফিরছে
একসময় লাল দালানে ঢুকলেই কেল্লা ফতে।
ভয়ের কিছু নেই সময় ছিল এখন নেই
জেগেছে সাবধানীরা আর নয়
ইট দিয়ে ইট ভাঙ্গবে এবং
ভাঙ্গা আরম্ভ হয়েছে ।
এত ফুট ফাট কই গেল কই
তবে একেবারে মরেনি আছে আজও
তাই মাথা উচু করে অমনি ধরে
বিপ্লবীরা মরেনা
কিন্তু ওরা আসল বিপ্লবী না
বিপ্লবীর নামে প্রতি বিপ্লবী
ওরা মরে ওমর হতে চায়
সে আশায় গুড়ে বালি