সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

একুশ (২)

একুশের শ্রোতের টানে
এলো ¯^াধীনতা
একুশের বাংলা গানে
ভাঙ্গলো নীরবতা
একুশের আলো বেয়ে
জাগল দেহে প্রাণ
একুশ পেয়ে ধন্য আমি
গাই ¯^রাজের গান।
একুশ আমার মায়ের বুলি
একুশ আমার ভাষা
একুশ আমার ঘুম ভাঙ্গানী
কুলি মুজুর চাষা
একুশ আমার মুখের হাসি
একুশ অহঙ্কার
একুশ আমার সবুজ বাংলা
ভাষা চমৎকার।

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...