একুশের শ্রোতের টানে
এলো ¯^াধীনতা
একুশের বাংলা গানে
ভাঙ্গলো নীরবতা
একুশের আলো বেয়ে
জাগল দেহে প্রাণ
একুশ পেয়ে ধন্য আমি
গাই ¯^রাজের গান।
একুশ আমার মায়ের বুলি
একুশ আমার ভাষা
একুশ আমার ঘুম ভাঙ্গানী
কুলি মুজুর চাষা
একুশ আমার মুখের হাসি
একুশ অহঙ্কার
একুশ আমার সবুজ বাংলা
ভাষা চমৎকার।
এলো ¯^াধীনতা
একুশের বাংলা গানে
ভাঙ্গলো নীরবতা
একুশের আলো বেয়ে
জাগল দেহে প্রাণ
একুশ পেয়ে ধন্য আমি
গাই ¯^রাজের গান।
একুশ আমার মায়ের বুলি
একুশ আমার ভাষা
একুশ আমার ঘুম ভাঙ্গানী
কুলি মুজুর চাষা
একুশ আমার মুখের হাসি
একুশ অহঙ্কার
একুশ আমার সবুজ বাংলা
ভাষা চমৎকার।