আল্লাহ্র কথা বান্দার কথা, অনেক বেসকম হইয়া যায়।।
চিন্তা করলে মাথাটা ঘুরায়।।
আল্লাহ্র বানী আল কোরআন আল্লাহ্ করেছে বয়ান,
ঈশারাতে বুঝতে পারে যাহার আছে জ্ঞান।
শেষ বিচারে রাসুল থাকিবে, আর থাকবে খোদ আল্লায়।।
দুইটা কুরছি থাকিবে দুইজন পাশে বসিবে
ডাইনে আল্লাহ বামে নবী বিচার করিবে।
বান্দা কয় আল্লাহ্ নিরাকার।। আকার নাই তার এই ধরায়
যদি সে চেয়ারে বসে নিশ্চয় কায়া তার আছে।
রীতিমত হাসরেতে কথা বলবে সে।
কে দোজখী কে বেহেশতে যাবে মুখ ছাড়া কি বলা যায়
শুইনা এই সকল কথা আমার ঘুরায় যে মাথা
কিছুইত বুঝতে পারি না মনে পাই ব্যথা
হাসানের গুনখাতা মাফ করিও দয়াময়।।
চিন্তা করলে মাথাটা ঘুরায়।।
আল্লাহ্র বানী আল কোরআন আল্লাহ্ করেছে বয়ান,
ঈশারাতে বুঝতে পারে যাহার আছে জ্ঞান।
শেষ বিচারে রাসুল থাকিবে, আর থাকবে খোদ আল্লায়।।
দুইটা কুরছি থাকিবে দুইজন পাশে বসিবে
ডাইনে আল্লাহ বামে নবী বিচার করিবে।
বান্দা কয় আল্লাহ্ নিরাকার।। আকার নাই তার এই ধরায়
যদি সে চেয়ারে বসে নিশ্চয় কায়া তার আছে।
রীতিমত হাসরেতে কথা বলবে সে।
কে দোজখী কে বেহেশতে যাবে মুখ ছাড়া কি বলা যায়
শুইনা এই সকল কথা আমার ঘুরায় যে মাথা
কিছুইত বুঝতে পারি না মনে পাই ব্যথা
হাসানের গুনখাতা মাফ করিও দয়াময়।।