শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

মানুষ

নয় বাতন ঘুরিয়া আসে মানুষ এই দুনিয়ার পরে
মানুষ হইয়া মানুষ রূপে যায় মানুষের ঘরে।
একেতে রয় গজ্ঞ মুক্তি গোপন রূপ ধরিয়া
দুইতে সে জামাদাতে রক্ত চাপা হইয়া
তিনেতে হয় নাবালকের অঙ্গ যখন ধরে
চারেতে যায় হায়ানাতে যায় মানুষ সরোবরে
পাঁচেতে যায় ইনছানেতে আত্মা যার ভিতর
ছয়েতে নাম আলতা হইতে ভিতর বাহির
সাতে মজ্জা যকৃত রূপ আসে প্রিয় অনুরে
অষ্ট অঙ্গে মনির আকার দেখে ঘুরে ঘুরে।
নয় বাতেনে ফেলি কামেল পুরা হয় তার মাসে
সময় হলে ইচ্ছা মতে ভবে চলে আসে
দয়াল ও দরদী মুর্শিদ ইসরাইল ¯^ামী যামি
তার দয়াতে হাসান নামে আসিয়াছি আমি।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...