মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

মায়ের ভাষা

বাংলা আমার মায়ের ভাষা
খোদার মহাদান
এই ভাষারই সুধা পানে
জুড়ায় মন প্রান
এই ভাষাতে আউল বাউল
গাহে বাংলা গান
কানে প্রানে সুর নাচেরে
মধুমাখা তান
মাঠের চাষা বাংলা গানে
কাটে সোনার ধান
মাঝিরা গায় ভাটিয়ালী
মন করে আনচান।

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...