বাংলা আমার মায়ের ভাষা
খোদার মহাদান
এই ভাষারই সুধা পানে
জুড়ায় মন প্রান
এই ভাষাতে আউল বাউল
গাহে বাংলা গান
কানে প্রানে সুর নাচেরে
মধুমাখা তান
মাঠের চাষা বাংলা গানে
কাটে সোনার ধান
মাঝিরা গায় ভাটিয়ালী
মন করে আনচান।
খোদার মহাদান
এই ভাষারই সুধা পানে
জুড়ায় মন প্রান
এই ভাষাতে আউল বাউল
গাহে বাংলা গান
কানে প্রানে সুর নাচেরে
মধুমাখা তান
মাঠের চাষা বাংলা গানে
কাটে সোনার ধান
মাঝিরা গায় ভাটিয়ালী
মন করে আনচান।