বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

শ্রমিক

শ্রমিকের পাওনা
সকাল আটটা থেকে রাত আটটা
প্রায়ই তারও বেশী দশটা
এতো নিত্য নৈমিত্যিক ব্যাপার
অথচ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা
আইন৷ ওটা মওলানা সাহেবের খাতায়
আছে গোয়ালে নেই৷
দনির বিলাশ বহুল বালাখা
পাঁচ দশ বিশ তলা আরও বেশী
তোমাদের লবনাক্ত ঘাসের চমত্‍কার
সংমিশ্রন - সিমেন্ট - বালি - ইট
পাটকেল৷ আসলে তোমার ঝাপড়িতে
শানত্মি কানত্মি হাসি কান্না সব আছে৷
নাই শুধু শ্রমিকে ন্যয্য পাওনা
লে অফ খারখানা বন্ধ হরতাল৷
কারখানা পাঁচদিন মালিকের মেয়ের
এক পেট খাওয়াবে সবাইকে
তবে ও দিনগুলোর বেতন নাই
একপেট খানা তাহলে পাঁচদিন
মাগনা৷ একপেট খানা পাঁচদিন চলে মন্দ কি ?

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...