বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

কান্নার উপ্যাখান

কাঁদলেই চোখে পানি আসেনা
অথচ জানি পানি কান্নার বহিপ্রকাশ শব্দ
আর চোখের পানি কপোল প্রবাহ
এমন কান্নাও আছে
তাতে এক বিন্দু চোখের পানি আসেনা
যেমন চোর পেটালে তার কান্না
যেমন আচমকা ভীতি প্রদর্শনের কান্না
মরা কান্নাতেউ নাকি চোখে পানি আসেনা
মেয়েটা বউ সেজে শশুড় বাড়িতে যেতে
হাজার ফোঁটা চোখের জল ফেলে।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...