সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

লেখা

আমি যা লিখতে চাই
তা লেখা হয় না যা চাইনা তাই লেখা হয়
আসে কেবল নজলরুল রবি ঠাকুর
যারা আধুনিক কবিদের কাছে অপাংতেয়
অথচ এরাই একদিন ছিল ভক্ত অনুরক্ত
সালাম জানাত শ্রীচরনে নমষ্কার জানাত
ভক্তিভরে আবৃত্তি করত পদ পদ্যে গাইত প্রান ভরে
অমৃত সুধা পান করে ধন্য মনে করত
নিজেদেরকে।  ভক্তিতে গদগদ হত একদিন
ওরা সেজেছে বিপ্লবী; অতি বিপ্লবী, কেউবা
প্রতি বিপ্লবী নিন্দে পিতৃদেব।
ফল পাচ্ছে হাতে নাতে আর্ন্তজাতিক মানদন্ডে
ওদের লেখা ছুড়ে মারে ওদেরই মুখে
 ছি! কী লজ্জা ! ওদের জন্য করুনা হয়
ওরা কষ্ট কবি। ওদের ভাবোদয় হয়েছে
চৈতনোদয় হয়নি এতটুকু। যাক ওরা
গেল্লায় যাক। ওদের করুনা করি-করুনার পাত্রই ওরা। 

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...