শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

সুবচন -২

স্বাধীনতার ঘোষক জিয়া
যে বলে বলুক
বাঁধা দিয়ে লাভ কি আর
ওদের মতই চলুক
জোর করে তীর্থ করান
শুভ ফল হয় না
ময়নাকে মুরগি বলা
কেউ কভু কয় না ৷
তুমি বলবে না
না বলস্না
ওরা যা করে
তুমি তা কলস্না  ৷
শানত্মি পাবে বুকে
ল্যাঠা যাবে চুকে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...