স্বাধীনতার ঘোষক জিয়া
যে বলে বলুক
বাঁধা দিয়ে লাভ কি আর
ওদের মতই চলুক
জোর করে তীর্থ করান
শুভ ফল হয় না
ময়নাকে মুরগি বলা
কেউ কভু কয় না ৷
তুমি বলবে না
না বলস্না
ওরা যা করে
তুমি তা কলস্না ৷
শানত্মি পাবে বুকে
ল্যাঠা যাবে চুকে ৷
যে বলে বলুক
বাঁধা দিয়ে লাভ কি আর
ওদের মতই চলুক
জোর করে তীর্থ করান
শুভ ফল হয় না
ময়নাকে মুরগি বলা
কেউ কভু কয় না ৷
তুমি বলবে না
না বলস্না
ওরা যা করে
তুমি তা কলস্না ৷
শানত্মি পাবে বুকে
ল্যাঠা যাবে চুকে ৷