শনিবার, ২৫ জুলাই, ২০১৫

গান

একটি গান চাই যার প্রতিটি ছদ্র
পলাশ ফুলের মত চাপ চাপ
রক্তের চাকা ঝংকৃত হলেই
ফিনকি দিয়ে রক্তের রক্ত প্রপাত বহে
আফ্রিকার ভিক্টোরিযা মত গুরম্নগম্ভীর
শব্দ প্রদায়ী - কিন্তু আমেরিকার নায়েগ্রার মত নয়
ওতে সৌন্দর্য আছে চোখে ধাঁধাঁনো রূপ
রূপ বৈচিত্র আছে
কিন্তু সহস্র ডিনামাইট সদৃশ শব্দ
আর পর্বত বিধ্বংসী কঠিন সত্য নেই৷
গানের প্রতিটি শব্দ ডিনামাইটের
গগন বিদারী নিনাদ
ঝঞ্চঝা বিৰুব্দ আটলান্টিক মহাসাগর সম বেদনা বোধ অনত্মরে দুলছে
উপচেপড়া সফেন জলরাশি চতুস্পর্শে বিরাজিত
সুনামির প্রন্ডেতা বুকে প্রসব যন্ত্রনায় কোঁকাচ্ছে নিনত্মর
পাঁচটি যুগের পুঞ্জিভূত প্রতিশোধ স্পৃহা বহিঃপ্রকাশ
হিমালয়ের পাষান ভার ডিনামাইটের আঘাতে উড়িয়ে দিতে প্রস্তুত
এবার অপারগ মহা গর্জন থামাতে
যা ঘটেছিল সেই বায়ান্নের একুশে
ব্যর্থ প্রয়াস ধর্যের কঠোর কঠিন
আড়াল করে রেখেছিল বার বার
আর নয় সহ্যের বাঁধ ভেঙ্গে গেছে
দুমড়ে মুষড়ে একাকার হবে হবেই
নতুন বইবে পাড় হয়ে পুলসিরাত ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...