শনিবার, ২৫ জুলাই, ২০১৫

গদি

রক্তে বইলে নদিঃ নদি
তবুও চাই গদি
ছলে বলে
কলে কৌশলে
একটা লাশ পড়লে
ফালাও লাশ দশটা
লোকে বলে বলুক
আমি নষ্টা
জান দেবো মান দেবো
তবুও চাই গদি
এতে চেষ্টা আমার
থাকবে নিরবদি
স্বদেশ বিদেশ
যেখানে যে যেভাবে পার
সরকার সহ দেশের দূর্নাম কর
সাম্রাজ্যবাদ সম্প্রসারন বাদ
করেও দিব না বাদ
মিটাতে মনের সাধ
ডেকে আনব দেশে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...