শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

সুবচন-১

মুজিব কখনো কি বলেছেন
আমি জাতির জনক
তবে কেন বাদানুবাদ
বসে হাজার গনক ৷
শেখ মুজিব যা তা রবে
যাবে না মিশ
হলই বা জাতির জনক
তবে, কেন তর্ক
অহর্নিশ ?
যে যা বলে বলুক
বলতে তাকে দাও
ওদের পথে ওরা যাক
তোমার পথে তুমি যাও ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...