১
ৰমতার বাঁশি পেয়ে
যেমন ইচ্ছা বাজাও
রঙ্গের এক ঘোড়া পেয়ে
যেমন ইচ্ছা সাজাও
চড়তে জান চড়
দৌড়াও প্রান ভরে
আবার কিন্তু আসতে হবে
ঘরের বেটি ঘরে ৷
২
পাঁচ বছরের ৰমতা
পাঁটের পঁচা দড়ি
ৰমতা চলে গেলে
বালু চড়ে গড়া গড়ি ৷
৩
গর্ব কর দর্প কর
সবই নিষ্ফল
এই আছে এই নাই
কচু পত্রে জল ৷
৪
জ্ঞানীর জ্ঞান ধনীর ধন
হলে একীভূত
মনি কাঞ্চন সংযোগে
হয় উন্নতি প্রভূত ৷
ৰমতার বাঁশি পেয়ে
যেমন ইচ্ছা বাজাও
রঙ্গের এক ঘোড়া পেয়ে
যেমন ইচ্ছা সাজাও
চড়তে জান চড়
দৌড়াও প্রান ভরে
আবার কিন্তু আসতে হবে
ঘরের বেটি ঘরে ৷
২
পাঁচ বছরের ৰমতা
পাঁটের পঁচা দড়ি
ৰমতা চলে গেলে
বালু চড়ে গড়া গড়ি ৷
৩
গর্ব কর দর্প কর
সবই নিষ্ফল
এই আছে এই নাই
কচু পত্রে জল ৷
৪
জ্ঞানীর জ্ঞান ধনীর ধন
হলে একীভূত
মনি কাঞ্চন সংযোগে
হয় উন্নতি প্রভূত ৷