শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

প্রভূত


ৰমতার বাঁশি পেয়ে
যেমন ইচ্ছা বাজাও
রঙ্গের এক ঘোড়া পেয়ে
যেমন ইচ্ছা সাজাও
চড়তে জান চড়
দৌড়াও প্রান ভরে
আবার কিন্তু আসতে হবে
ঘরের বেটি ঘরে ৷

পাঁচ বছরের ৰমতা
পাঁটের পঁচা দড়ি
ৰমতা চলে গেলে
বালু চড়ে গড়া গড়ি ৷

গর্ব কর দর্প কর
সবই নিষ্ফল
এই আছে এই নাই
কচু পত্রে জল ৷

জ্ঞানীর জ্ঞান ধনীর ধন
হলে একীভূত
মনি কাঞ্চন সংযোগে
হয় উন্নতি প্রভূত ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...