উনি্নশো একাত্তরে
কত ছিল দুঃখ রে
শরীর কাঁপে শঙ্কায়
গলা শুকায ভয়ে
অই বুঝি আইল দানব
ঘাতক দালাল লয়ে ৷
গুলি করে মারত
কবর নয় গর্ত
রাজাকার লেলিয়ে দিত
মা বোনের ইজ্জত নিত
লাভ হত না কয়ে
শরীর কাঁপতো শঙ্কায়
গলা শুকাতো ভয়ে ৷
ওরা ছিল নর পিচাশ
চুষে খেত হাড় মাস
মারতো পিষে পায়ে
শরীর পড়তো নিথর হয়ে
বেয়ো নেটের ঘায়ে ৷
অচ্যাচারের বদলা নিলাম
বাংলা হতে তাড়িয়ে দিলাম
আমরা গেলাম রয়ে
স্বাধীনতা লয়ে ৷
কত ছিল দুঃখ রে
শরীর কাঁপে শঙ্কায়
গলা শুকায ভয়ে
অই বুঝি আইল দানব
ঘাতক দালাল লয়ে ৷
গুলি করে মারত
কবর নয় গর্ত
রাজাকার লেলিয়ে দিত
মা বোনের ইজ্জত নিত
লাভ হত না কয়ে
শরীর কাঁপতো শঙ্কায়
গলা শুকাতো ভয়ে ৷
ওরা ছিল নর পিচাশ
চুষে খেত হাড় মাস
মারতো পিষে পায়ে
শরীর পড়তো নিথর হয়ে
বেয়ো নেটের ঘায়ে ৷
অচ্যাচারের বদলা নিলাম
বাংলা হতে তাড়িয়ে দিলাম
আমরা গেলাম রয়ে
স্বাধীনতা লয়ে ৷