আজ আমার উড়তে মন চাইছে
অমূল্য রতন নামের কি একটা পাইছে
৭১ এর রাত দুপুরে
পুড়েছিল আগুনে
আমার সব বাড়ি ঘর
নগদ অর্থ আপন পর
ও স্থান ভয়ংকর ছিল
যেতে পেতাম ভয়
তাই পালিয়ে মাস নয়
যুদ্ধের ময়দানে
স্বাধীনতার জয়গানে
কাটিয়েছি
শহুরে জালালী কবুতর
বাস করি খোপের ভিতর
দরজা খোলা থাকলেও
পালাই না
উড়তে ভুলে গেছি
চিলে যেমন মেরে
নিয়ে আসে
অমনি নিয়ে এলো
একমাত্র মেয়ে
যে আমার পোড়া বাড়ি
দেখতে চেয়েছিল
সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে
হাঠাত্ দেখি ভাঙ্গা টেবিলের নিচে
দুহাত লম্বা শাল কাঠের টুকরা ৷
অমূল্য রতন নামের কি একটা পাইছে
৭১ এর রাত দুপুরে
পুড়েছিল আগুনে
আমার সব বাড়ি ঘর
নগদ অর্থ আপন পর
ও স্থান ভয়ংকর ছিল
যেতে পেতাম ভয়
তাই পালিয়ে মাস নয়
যুদ্ধের ময়দানে
স্বাধীনতার জয়গানে
কাটিয়েছি
শহুরে জালালী কবুতর
বাস করি খোপের ভিতর
দরজা খোলা থাকলেও
পালাই না
উড়তে ভুলে গেছি
চিলে যেমন মেরে
নিয়ে আসে
অমনি নিয়ে এলো
একমাত্র মেয়ে
যে আমার পোড়া বাড়ি
দেখতে চেয়েছিল
সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে
হাঠাত্ দেখি ভাঙ্গা টেবিলের নিচে
দুহাত লম্বা শাল কাঠের টুকরা ৷