বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

ধান ধানী

ওরা গুলি করে আমার বুকে
ওরা জানে না কার পয়সায় ও গুলি
ওরা কার ভাত খেয়ে আমাকে গুলি
রাসত্মা ঘাটে শহরে বন্দরে নগরে রাজপথে
ওরা গুলি করে আমাকে ভাইকে বাবাকে
ওরা আমাদের দু পয়সার চাকর
ওরা অষ্টম, নবম, দশম শ্রেনী পাশ
আর আমি বিশ্ব বিদ্যালয়ের উচ্চতম
ডিগ্রি ধারি কিংবা পড়ি
ওরা তো গরম্ন, বিজাতীয় হায়নার শিষ
ওদের রক্তে ওদের নিষ্টুরতা
ওরা তো বাপে তাড়ানো, মায়ে খেদানো
ওরা অভিশপ্ত, জাহান্নামের খড়ি
জ্বলবে অননত্মকাল বুকফাটা চিত্‍কারে
আর ওদের সনত্মানেরা ওদের গুলি করবে
মারবে শিয়াল কুকুরের মত
অনুশোচনার আগুনে জ্বলবে চিরদিন
হাবিয়া দোজখে ৷
ধিক ! ধিক ! শত ধিক ওদেরকে
মানুষ নিষ্ঠাবান
প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...