বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

একূল ওকূল

তোমার ছয়টি ষাঁড়
তার একটি কোরবানী দাও
নইলে নাম মাত্র একটি
ওর রক্ত মাংস কি গ্রহন করে
তবে কেন আধা হাত লম্বা জিহবা কেন
সোনা ফেলে পিতল নিয়ে হাসা হাসি
মন্দিরে কালী পুজো
তোমার ছয়টি পাঠা বলি দাও
যুপ কাষ্ঠে ফেলে
মাথা আর রক্ত মায়ের পিপাসা মিটাবে
ভুল সব ভুল
ভুলে ভুলে সব ভুল
হারালি একূল ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...