বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

একূল ওকূল

তোমার ছয়টি ষাঁড়
তার একটি কোরবানী দাও
নইলে নাম মাত্র একটি
ওর রক্ত মাংস কি গ্রহন করে
তবে কেন আধা হাত লম্বা জিহবা কেন
সোনা ফেলে পিতল নিয়ে হাসা হাসি
মন্দিরে কালী পুজো
তোমার ছয়টি পাঠা বলি দাও
যুপ কাষ্ঠে ফেলে
মাথা আর রক্ত মায়ের পিপাসা মিটাবে
ভুল সব ভুল
ভুলে ভুলে সব ভুল
হারালি একূল ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...