বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

হারজিত

বোঁচা মোলস্না
খায় গোলস্না
নাতি তারি পাশে
খাবার ঢং
করেছে রং
দেখে নাতি হাসে
নাতি খায়
পাঁচটা
দাদা খায়
দুই কেজী
এ নিয়ে দুই জনে
ধরেছিল বাজি ৷
বাজিটা ছিল উল্টো
বেশি খেলে
বাজি ফেল
এটাই ছিল পাল্টা
জিতে গেল নাতি
হেরে গেল দাদা
দাদা ভাই হেসে বলে
আমি হলাম গাধা ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...