বোঁচা মোলস্না
খায় গোলস্না
নাতি তারি পাশে
খাবার ঢং
করেছে রং
দেখে নাতি হাসে
নাতি খায়
পাঁচটা
দাদা খায়
দুই কেজী
এ নিয়ে দুই জনে
ধরেছিল বাজি ৷
বাজিটা ছিল উল্টো
বেশি খেলে
বাজি ফেল
এটাই ছিল পাল্টা
জিতে গেল নাতি
হেরে গেল দাদা
দাদা ভাই হেসে বলে
আমি হলাম গাধা ৷
খায় গোলস্না
নাতি তারি পাশে
খাবার ঢং
করেছে রং
দেখে নাতি হাসে
নাতি খায়
পাঁচটা
দাদা খায়
দুই কেজী
এ নিয়ে দুই জনে
ধরেছিল বাজি ৷
বাজিটা ছিল উল্টো
বেশি খেলে
বাজি ফেল
এটাই ছিল পাল্টা
জিতে গেল নাতি
হেরে গেল দাদা
দাদা ভাই হেসে বলে
আমি হলাম গাধা ৷