মেঠো পথ খরের ঘর
মনের কোনে আজও জলজল করে
ভূলতে গেলেও ভূলতে পারি না
শত ছলনা করে
বাবা-দাদা চৌদ্দ পুরম্নষের ভিটে মাটি
হাত ছানি দিয়ে আজও ডাকে
মধু মাসের কাঁচা পাকা আমজাম
কাঁঠাল কলা
স্বাদ আজও জিভে লেগে আছে
চৈতি সকালে পানত্মা ভাত
কি মজা লাগত পিয়াজ
কাঁচা মরিচ মাখিয়ে
হাপুস হুপুস শব্দ করে খাওয়া
ঘুরি উড়ানোর ধুম মাঠে ময়দানে
রাখালের সুরে গান
গায়ের বধূর নদী হতে পানি আনা
দুধেল গাভির হাম্বা রবে ডাক
শীতের পিঠে পায়েস
ভাপা চিতৈ কুলি
পাটি সাফটা
বর্ষায় নতুন পানিতে ঝাপা ঝাপি
বৃষ্টির দাপা দাপি
মাছ ধরা ভূলি নাই
ভুলতে পারি না
চৈত্র পূজা বৈশাখি মেলা
চিনির সাজ বিন্নী ধানের খৈ
আকড়ি জিলাপী
সেকি ভোলা যায়
না ভুলার বিষয় ৷
মনের কোনে আজও জলজল করে
ভূলতে গেলেও ভূলতে পারি না
শত ছলনা করে
বাবা-দাদা চৌদ্দ পুরম্নষের ভিটে মাটি
হাত ছানি দিয়ে আজও ডাকে
মধু মাসের কাঁচা পাকা আমজাম
কাঁঠাল কলা
স্বাদ আজও জিভে লেগে আছে
চৈতি সকালে পানত্মা ভাত
কি মজা লাগত পিয়াজ
কাঁচা মরিচ মাখিয়ে
হাপুস হুপুস শব্দ করে খাওয়া
ঘুরি উড়ানোর ধুম মাঠে ময়দানে
রাখালের সুরে গান
গায়ের বধূর নদী হতে পানি আনা
দুধেল গাভির হাম্বা রবে ডাক
শীতের পিঠে পায়েস
ভাপা চিতৈ কুলি
পাটি সাফটা
বর্ষায় নতুন পানিতে ঝাপা ঝাপি
বৃষ্টির দাপা দাপি
মাছ ধরা ভূলি নাই
ভুলতে পারি না
চৈত্র পূজা বৈশাখি মেলা
চিনির সাজ বিন্নী ধানের খৈ
আকড়ি জিলাপী
সেকি ভোলা যায়
না ভুলার বিষয় ৷