রক্তের রং
পলাশের রং
আর প্রভাতের রং
বেদীতে ফুল দিয়ে এলাম
৩৬৫ দিন
তার একদিন
একটু পাপ হলই বা
তওবা
মওলানা সাব বলেন -
খুশি দিন হাজার পুন্য
কাজা পড়ে নিস্
তাই হবে ৷
পলাশের রং
আর প্রভাতের রং
বেদীতে ফুল দিয়ে এলাম
৩৬৫ দিন
তার একদিন
একটু পাপ হলই বা
তওবা
মওলানা সাব বলেন -
খুশি দিন হাজার পুন্য
কাজা পড়ে নিস্
তাই হবে ৷