শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

সবুজ

আর সবুজ মাঠের চোমর দোলানো সোনার ধান
মন ছুয়ে যায় অহর্নিশ
এটাই তো আমার প্রিয় বাংলাদেশের প্রিয় ছবি
দিনের বেলার দিগন্ত বিস্তারী সূর্যের হলুদ মাখা আলো
মূহর্ূতেই ছোখ জুড়িয়ে দেয় ভরিয়ে দেয় মন
কাঠ ফাঁটা দুপুরে ঘুঘু ডাকে
এলো কেশী বাঁশ বাগানের ডগায়
কড়াই গাছের সবুজ পাতার আড়ালে
ঘুগল লক্ষী পেঁচা সময় কাটায় নিরুবেগে
নিশুতি রাতে পাতি শিয়ালেরা প্রহর ঘোষনা করে ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...