বুধবার, ২৩ জুলাই, ২০১৪

অসহ্য

একটা ভুত চেপে বসেছে আমার মাথার টিকির উপরে
হাত পা নাড়ে আমি শুনতে পাই কামড়ায় কুট কুট করে
অবচেতন মনে থাপড়াই কিন্তু দু:খ পাই
তাই ঠিক করেছি ফেরাউনের মত একটা চাকর রাখব
সদায় মাথায় টুক টুক করে লাঠি পেটা করবে তাকে
ঘুম পেলে ষষ্টাঙ্গে বিচরণ করে বিশেষ করে নাকে
একবার অসহ্য হল ডাক্তার ডাকি
ব্যবস্থাপত্র দিল এলংজানীর ঘোলা পানি
এদোঁ পুকুরের শোল গজার টাকি
এটা এস্তেমাল করলে সেরে যায় আমি জানি
ত্রিভুবন পেচিয়ে বললাম সব জানি
ডাক্তার বলল ওটাই ভূত
দিন করে করে কুত্‍ কুত্‍৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...