বুধবার, ২৩ জুলাই, ২০১৪

নিরুদ্ধেশ

কি যে করি বুঝি না
লিখি কবিতা
লজেন কিনে মুখে দেই
তাও লাগে তিতা৷
গান শুনি ভাল সুরে
কানে লাগে বিষ
এটা ওটা শত ভাবি
মন নিরুদ্ধেশ
চুপ করে শুই খাটে
নরম হয়েও শক্ত
বালিশটা ছুড়ে ফেলি
গরম হয় রক্ত৷
পাশ দিয়ে লোক যায়
মনে হয় মারি ল্যাং
ঝুকি দিয়ে উঁকি মারি
ধরে বসে বাম ঠ্যাং
ওরে বাবা মলেম রে
কে আছ ধর হাত
গিনি্ন বলে, মরন আমার
মরার মানুষের উত্‍পাত৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...