শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

একদিন

একদিন ভেসে আসত
গান কৃষকের কন্ঠ বেয়ে
সবুজ ঘেরা মাঠ হতে
একদিন কৃষকের ছিল
গোয়াল ভরা গরু
আর গোলা ভরা ধান
পুকুর ভরা মাছ,
আরও ছিল আম কাঠাল
জাম কলা সুপারি পান ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...