শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

বড় আপার প্রনয়ে

ব্যর্থ আশা ভগ্ন হৃদয়
তোমার তিরোধানে
কইতে নারি দোজক ব্যাথা
কেমনে সহি প্রানে
সংসার নামক অগি্নকুন্ড
যখন করত বঞ্চনা
কাছে এলে বুকে নিয়ে
দিতে শত সাত্ননা
আজকে তুমি পর পারে
দিলে নীরব পাড়ি
তখন কি আর পাষান হয়ে
চুপ থাকতে পারি
বুক ফেটে হায় কান্না বেরয়
ছোখ ফেটে জল
মন যমুনার ঘুর্নি হাওয়া
করে কোলাহল
আকাশ হতে বজ্র ঠাটা
ভেঙ্গে মাথায় পরে
তুমি শূন্য নিঠুর ধরায়
বাঁচব কেমন করে
মা ছিল না বাপ ছিল না
তুমি ছিলে সব
আমার বায়না করতে পূরন
মায়ের মত নীরব
আপা মনি সুখের খনি
কেমনে নিঠুর হলে
দুখ সায়রে ভাসিয়ে রেখে
কেমনে গেলে চলে ?
দুনিয়াটা শূন্য আমার
তুমি বিহনে
তোমার দানে গড়া জীবন
পালি কেমনে
চারটি দিক নিকশ হয়ে
শুধু দেখি কালো
হাতড়ে মরি এঘর ওঘর
নাহি দেখি আলো
তুমি আপা মনি
তুমি ছিলে মা
তোমার কথা এ জীবনে
ভুলতে পারব না
দয়া ময়ের পাক দরবারে
এই মোনাজাত করি
আমার আপার কবর খানা
দিও সুখে ভরি ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...