মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

জ্ঞানী খোঁজ

মানুষ ঘোরে টাকার জোরে
মাথা ঘোরে নিকাশে
দুনিয়া ঘোরে সূর্যের টানে
সৃষ্টি স্থিতির বিকাশে৷
তুমি ঘোরো জ্ঞানের পিছে
যদি ধন্য হতে চাও
আসল জ্ঞানী ধর তারে
ঘুরে ফিরে সেথায় যাও৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...