বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

দেখবক্ষন

আমার সুচিশ্রুভ্র আন্তরীক্ষ
বেহুলার বিলাপে
ঘোর মেঘাচ্ছন্ন হল
একটা তারা ছিড়ে এনে দিলাম হাতে
বললাম নে আর কাদিস্নে
এখন কলার ভেলায় ভেসে বেড়া
পরে দেখবক্ষন ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...