ছোট নাও
২৩/০৯/২০০৫
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
কে যাবি রে ! কে যাবি রে আয়না ছুটে আয়
লাল নীল পাল তুলেছে আমার ছোট নায়
হাল ধরেছে কিরন মাঝি বগলতলা দিয়ে
মামা বাড়ি নামিয়ে দেবে উজান বাঁকে গিয়ে
পানি নাই খালে বিলে চাক্কার ভরে চলবে
গড় গড়া গড় কেরুত কুরুত শব্দ করে বলবে
নদীর মুখে বাঁধ পড়েছে বুকে ধু ধু চর
এখন থেকে নৌকা আমার চলবে চাকার পর ৷
২৩/০৯/২০০৫
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
কে যাবি রে ! কে যাবি রে আয়না ছুটে আয়
লাল নীল পাল তুলেছে আমার ছোট নায়
হাল ধরেছে কিরন মাঝি বগলতলা দিয়ে
মামা বাড়ি নামিয়ে দেবে উজান বাঁকে গিয়ে
পানি নাই খালে বিলে চাক্কার ভরে চলবে
গড় গড়া গড় কেরুত কুরুত শব্দ করে বলবে
নদীর মুখে বাঁধ পড়েছে বুকে ধু ধু চর
এখন থেকে নৌকা আমার চলবে চাকার পর ৷