জ্বলে মরি
জ্বলে মরি মনে আগুন
খাক হয় হৃদয়
চাকা চাকা রক্ত
শুধু চাকা রক্ত
কিন্তু কোন
প্রিয়তম কোনের বেআব্রু
প্রান প্রতিম ভ্রাতৃ রক্ত
ছিল শশ্বান গোরস্থান সারা বাংলা
হায়নার অট্টহাসি কর্নে আসি
শিশা ঢেলে দিচ্ছে
হাবিয়ার আগুন
রাবনের চিতা
আজও বিস্মৃত হতে পারিনি
সান্তনা কোথায় কে দেবে
ঘাতক রক্ত পিপাসু জালেম উত্পীড়ক
দাঁত কপাটি মেলে স্নিগ্ধ হাসি
বিষবত্ নিষপ্রান করে হৃদয় পণ্জরে
অঙ্ িডেন্টাল দগ্ধ করি
বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস
তপ্ত করি তবুও আসে স্বার্থকতা
আমরাই............আমাদের গন্তব্যে
হিমালয় সিকিম কয়েনলুন বাঁধা
সইতে পারি
জ্বলে মরি মন আগুনে
পারবে দিতে ভাইয়ের প্রশান্ত বুক
বোনের ইজ্জত ?
জ্বলে মরি মনে আগুন
খাক হয় হৃদয়
চাকা চাকা রক্ত
শুধু চাকা রক্ত
কিন্তু কোন
প্রিয়তম কোনের বেআব্রু
প্রান প্রতিম ভ্রাতৃ রক্ত
ছিল শশ্বান গোরস্থান সারা বাংলা
হায়নার অট্টহাসি কর্নে আসি
শিশা ঢেলে দিচ্ছে
হাবিয়ার আগুন
রাবনের চিতা
আজও বিস্মৃত হতে পারিনি
সান্তনা কোথায় কে দেবে
ঘাতক রক্ত পিপাসু জালেম উত্পীড়ক
দাঁত কপাটি মেলে স্নিগ্ধ হাসি
বিষবত্ নিষপ্রান করে হৃদয় পণ্জরে
অঙ্ িডেন্টাল দগ্ধ করি
বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস
তপ্ত করি তবুও আসে স্বার্থকতা
আমরাই............আমাদের গন্তব্যে
হিমালয় সিকিম কয়েনলুন বাঁধা
সইতে পারি
জ্বলে মরি মন আগুনে
পারবে দিতে ভাইয়ের প্রশান্ত বুক
বোনের ইজ্জত ?