শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

বাজারে

কেন বুড়া হইলাম
আমি কেন বুড়া হইলাম
ঘরে পড়ে জ্বালায় আমি
জ্বইলা পুইড়া মইলাম
গিনি্ন বলে বাজারে যাও
এইযে দুইটা ব্যাগ নাও
ভাল কইরা বাজার আইনো
শক্ত কইরা কইলাম৷
চাল ডাল আলু বেগুন
মরিচ পিয়াজ আদা রসুন
ধইনা লবন কালি জিরা
হলুদ গুড়া ঢেরস খিরা
পাঁচ ফোড়ন কচুর লতা
কচি কুমড়া ধইনা পাতা
চিনি দু কেজি চা আইনো চারশো গ্রাম
মাংস খাইনা সাত হইলো
জুরান কসাই তারে বইলো
সিনার থেকে কেজি আড়াই
আসব আজকে ছোট জামাই
পোলার চাল সয়াবিন
তাউ আইনো আধা টিন৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...