বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

শ্রান্ত দুপুরে



মোঃ নূরু ইসলাম মাস্টার

মধ্যহ্নের শ্রান্ত বাতাস
হিলে­লিত মৃদু মন্দ
তোমার খোলা জানালায়
চঞ্চল হলো কেন ?
উর্ধাঙ্গে বসন ছিলো না বলে
তাই নয় কি ?
š—তঃ তুমি একান্ত একা
আমি এক বুক পানিতে
ঢেউ গুনছি কতনে
সুনামি হবো আমি
ডুবিয়ে বেবো তোমার নিলয়

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...