বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

শ্রান্ত দুপুরে



মোঃ নূরু ইসলাম মাস্টার

মধ্যহ্নের শ্রান্ত বাতাস
হিলে­লিত মৃদু মন্দ
তোমার খোলা জানালায়
চঞ্চল হলো কেন ?
উর্ধাঙ্গে বসন ছিলো না বলে
তাই নয় কি ?
š—তঃ তুমি একান্ত একা
আমি এক বুক পানিতে
ঢেউ গুনছি কতনে
সুনামি হবো আমি
ডুবিয়ে বেবো তোমার নিলয়

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...