মোঃ নূরুল ইসলাম
মাস্টার
মধ্যহ্নের
শ্রান্ত বাতাস
হিলেলিত মৃদু মন্দ
তোমার
খোলা জানালায়
চঞ্চল
হলো কেন ?
উর্ধাঙ্গে
বসন ছিলো না বলে
তাই নয় কি ?
অš—তঃ তুমি একান্তই একা
আমি এক বুক পানিতে
ঢেউ গুনছি কত¶নে
সুনামি
হবো আমি
ডুবিয়ে
বেবো তোমার নিলয়।