আমাদের একটি কাবাব ফোরাম আছে৷ যেখান থেকে আমরা প্রতি বত্সর কোথাও না কোথাও কাবাব অনুষ্টানের আয়োজন করি৷ এটি আমাদের ছোট বেলার বন্ধুদের একটি সংগঠন৷ সাধারণত কনকনে শীতেই এটি আয়োজিত হয়৷ কাবাব ঘিরে উত্সব মুখর পরিবেশে আগুন পোহাতে বেশ লাগে৷ কাজের চাপে যে যেখানেই থাকুক না কেন শীত এলেই সবার মনে কাবাবের আকাঙ্খা তীব্র থেকে তীব্রতর হয়৷ যোগাযোগ করে বেরিয়ে পড়তে হয় একদিন৷ নৌকায় ঘুরতে ঘুরতে বেছে নিই যথার্থ স্থান, যমুনা নদীর বিশাল বক্ষে জেগে ওঠা চরে যে কাবাবের আয়োজন হয় সে অনুভূতি লিখে বা বলে বোঝানো যাবে না শুধু অনুবব করতে হবে........................................
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
KABAB FOROUM
আমাদের একটি কাবাব ফোরাম আছে৷ যেখান থেকে আমরা প্রতি বত্সর কোথাও না কোথাও কাবাব অনুষ্টানের আয়োজন করি৷ এটি আমাদের ছোট বেলার বন্ধুদের একটি সংগঠন৷ সাধারণত কনকনে শীতেই এটি আয়োজিত হয়৷ কাবাব ঘিরে উত্সব মুখর পরিবেশে আগুন পোহাতে বেশ লাগে৷ কাজের চাপে যে যেখানেই থাকুক না কেন শীত এলেই সবার মনে কাবাবের আকাঙ্খা তীব্র থেকে তীব্রতর হয়৷ যোগাযোগ করে বেরিয়ে পড়তে হয় একদিন৷ নৌকায় ঘুরতে ঘুরতে বেছে নিই যথার্থ স্থান, যমুনা নদীর বিশাল বক্ষে জেগে ওঠা চরে যে কাবাবের আয়োজন হয় সে অনুভূতি লিখে বা বলে বোঝানো যাবে না শুধু অনুবব করতে হবে........................................
লাটিম
খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে রিম ঝিম রিম ঝি...
-
বঙ্গরত্ন শামছুল হক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ও মহান ভাষা আন্দোলনের রূপকার সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাষ্টার রূপসী প্রকাশনী, পুরা...
-
ছিলিমপুরের ইতিহাস মোঃ নূরুল ইসলাম মাস্টার ( রূপসীযাত্রা গ্রামের প্রবীন ব্যাক্তি এলিহি বকস্, আদম বেপারী/কুরপান সরকার এদের কাছে শোনা) ছিলি...