বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

KABAB FOROUM


আমাদের একটি কাবাব ফোরাম আছে৷ যেখান থেকে আমরা প্রতি বত্‍সর কোথাও না কোথাও কাবাব অনুষ্টানের আয়োজন করি৷ এটি আমাদের ছোট বেলার বন্ধুদের একটি সংগঠন৷ সাধারণত কনকনে শীতেই এটি আয়োজিত হয়৷ কাবাব ঘিরে উত্‍সব মুখর পরিবেশে আগুন পোহাতে বেশ লাগে৷ কাজের চাপে যে যেখানেই থাকুক না কেন শীত এলেই সবার মনে কাবাবের আকাঙ্খা তীব্র থেকে তীব্রতর হয়৷ যোগাযোগ করে বেরিয়ে পড়তে হয় একদিন৷ নৌকায় ঘুরতে ঘুরতে বেছে নিই যথার্থ স্থান, যমুনা নদীর বিশাল বক্ষে জেগে ওঠা চরে যে কাবাবের আয়োজন হয় সে অনুভূতি লিখে বা বলে বোঝানো যাবে না শুধু অনুবব করতে হবে........................................ 

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...