শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

FDF



বন্ধু উন্নয়ন সংস্থা
পূর্ব আদালত পাড়া, টাঙ্গাইল৷

স্কুলে পড়া বন্ধুদের একসাথে পথচলা৷ ভালোবাসা সুখ দুখ ভাগ করে নেওয়া এভাবেই সংগঠনটির জন্ম ৷

সভাপতি জনাব মোনেম মোর্শেদ মিল্টন, সেক্রেটারী জনাব শিপলু মাহ্মুদ, সদস্যগণ হচ্ছে ঃ ইমু, শাহিন, শরিফ, বিদু্যত্‍, দেলোয়ার, লোকমান, তুহিন, নাজমুল, জমির, মাছুদ, বাপন, ইলিয়াস, আজাদ, মাছুম, রাসেল, পুলক, সকলের প্রিয় মুন্সি, আমি, সোহেল, শিপলু, বাবু, লিটন, রানা, টিটু, ওসমান সহ আরও অনেকে৷

আমরা বাত্‍সকির একটি পিকনিকের আয়োজন করি স্বপরিবারে৷ পিকনিকে লটারী, খেলাধুলা, বেড়ানো, গান বাজনা ইত্যাদি ফুর্তি করে সময় পার করে দেই৷

আমাদের একটি লাইসেন্স আছে এফ. ডি. এফ এর নামে৷ যেসব বন্ধুরা ঠিকাদারী করতে চায় তারা এই লাইসেন্স এর মাধ্যমে কাজ করতে পারে৷

সংগঠনের বেশিরভাগ সদস্যই সমাজে প্রতিষ্ঠিত৷ কেউ ব্যবসা করেন, কেউ চাকুরী, কেউ ইউরোপ-আমেরিকায় থাকেন৷ কারেও নামেই কোন অপরাধমূলক কর্মকান্ডের কোন দূর্নাম জড়িত নেই৷ খারপ বন্ধুরা পাত্তা না পেয়ে দূরে সরে গেছে৷ আমাদের এখন সোনালী দিন৷ আমরা আশাবাদী কিছু করার৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...