শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

অনেক দামে কেনা সাধীনতা



মোঃ নূর ইসলাম মাষ্টার

¯^াধীনতা তোমার মূল্য অনেক
আজ নতুন করে শোনাতে চাইনি সে কথা
দুবার পেয়েছি তোমাকে
একবার পেলাম সভ্যতার ধ্বজাধারী
নোংরা ব্রিটিশের হাত থেকে
আরেকবার পাকি হায়েনার কাছ থেকে
শুধু পার্থক্য এই টুকু ওরা য়ুরোপীয় এরা এশিয়ো
শোষনের বেলায় ওরা এক অভিন্ন
ওদের জাত নেই শোষনের রং লাল
সা আছে বিধ্বংসী যুদ্ধ
চেখে জল্ধসঢ়; জল্ধসঢ়; করে একাত্তরের পৈচাশিক ধ্বংসযজ্ঞ
তিরিশ ভাইয়ের রক্তে
দু বোনের ইজ্জতের দামে
পেয়েছি রক্তাক্ত তোমাকে
পুড়িয়েছ শহর বন্দর গ্রাম গঞ্জ জনপদ
হত্যা করেছো বুদ্ধিজীবী সোনার মানুষদের
আমাদেরকে চির মূর্খ করে রাখার মানসে
তা পারোনি মিথ্যা প্রমানিত অবিলাষ
বাংলা বীর ভোগ্যা বসুন্ধরা
আমরা বীরের জাত জান দেব
তবুও ¯^াধীনতায় আপোষ নেই
জান দিয়েছি ইজ্জত দিয়েছি
পেয়েছি রক্ত মাখা ¯^াধীনতা তোমাকে
তুমি বেঁচে থাকবে অনাদি অনš—কাল

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...