মোঃ নূর“ল ইসলাম
মাষ্টার
০৪/১১/১৯৯৯ইং
কোন তুমি দূরে
তুমিই
তো এর জন্য দায়ী
আমি কত মিনতি করেছিলাম
বলেছিলাম
ও তো মায়া মরিচিকা
¶নেক ভাল লাগা পর্বত সমভূল
তুমি মানলে না চলে
গেলে
আমি রয়ে গেলাম তীরভাঙ্গা ঢ়েউ হয়ে
আশা নিরাশার ফুটো খেয়া ফেলে
বিশুষ্ক
নির্ঝরনী ধূ ধূ বালিকা
বেলায়
নিশেষ
হতে
বাতাশের
কানে শুনে আসছি
তোমার
পতন
প্রথম
ধাপ
আমি চোখে দেখি
কাঁদতেউ
পারিনা
বুঝতেউ
পারিনা
শুধু নিঃশেষের নিক্কন বাজে
আর কত কাল
বড় ক্লাš— আমি
ঘুমোব
বোবা কান্না বুকে
কাউকে
দেবনা
আমি একা বইব
হিসেবের
খাতা যদি
নিতে পারতাম সাথে তাই ভাল হত
কিন্তু
তা বড় ভার
গোছানো
দায়
ও যে হিসাবের ইতিহাস।