শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

একুশের নজরানা



মোঃ নূর ইসলাম মাষ্টার

বাংলা একশতভাগ খাঁটি š—র্জাতিক মাতৃভাষা
তাই সব লাল তাব দুনিয়াই লালে রঞ্চিত
একুশের গান হৃদয়ের তন্ত্রীতে তোলে অপূর্ব মূর্ছনা
কানে বাজে বুলেটের শব্দ ভাইয়ের বিদারী ফিনকি দেয়া রক্ত
গাইতে গেলে চোখে নামে শ্রবনের ধারা
কন্ঠ ভরে আসে কান্না বিজরিত নৃত্য পাগল ঢেউ
গান তো নয় যেন আর্ত চিৎকার হাহাকার মাতৃ বিলাপ
মিছিলে গেলে  পা চলে না থেমে আসে ভ্রাতৃ বিরহের
বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে করে
হাতে রাখা ফুলে গা বেয়ে নামে রক্তের ধারা
হৃদয় ভিজে যায় একুশের রক্তের ঝর্নায়
জামা ভিজে যায় রক্তে লালে লাল হয়ে
লাল হয়ে যাই ভাইয়ের গুলিবিদ্ধ রক্তে
সূর্য রক্ত বর্ন মনে হয়
পলাশ ফুলে হাসে রক্ত
কৃষ্ণচুড়ায় রক্ত নিয়ে খেলে ডালে
গাঁদাফুলে চমকায় রক্ত
গোলাপেও তাজা রক্ত
চাঁদ তারা গ্রহরাজি তাতেউ রক্ত
ঘরে বাইরে সর্বত্র রক্ত
সারা বিশ্ব যেন
রক্তের হলিখেলায় মেতেছে
তাইতো ২১ তোমার শ্রীপাদ পদ্মে একগুচ্ছ লাল রক্ত শুভেচ্ছ

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...